Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে উপজেলা সমাজসেবা কার্যালয়, উখিয়ার কার্যক্রম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সমাজসেবা অধিদফতর

উখিয়া,কক্সবাজার ।

 

এক নজরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলা সমাজসেবা

কার্যক্রমের জুন /২০২১ পর্যন্ত তথ্যাবলী

 

বাংলাদেশের পর্যটন খ্যাত  জেলা কক্সবাজার। কক্সবাজার জেলায় ৮টি উপজেলা রয়েছে। এগুলো হল। টেকনাফ,উখিয়া, রামু, কক্সবাজার সদর, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী।উখিয়া উপজেলা একসময় টেকনাফ এর অর্ন্তভূক্ত ছিল। ১৯০৮ সালে এটি থানা হিসাবে আলাদা হয়ে যায়।

 

মৌলিক তথ্যাবলীঃ

১। আয়তন      :   ২৬১.৮০ বর্গ কিঃ মিঃ

২। জনসংখ্যা    :       ২০৭৩৭৯জন(২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)

৩। সীমানা       :  পূর্বে মায়ানমার,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)পশ্চিমে বঙ্গোপসাগর,উত্তরে রামু                          

উপজেলা,দক্ষিণে টেকনাফ ।

৪।বনভূমি        : ৩৩,৯১৫.৫২ একর।

৫। বীচ          :  ৩০ কিলোমিটার ।

৬। কৃষি জমি     :  ১২,৮১১ হেক্টর ।

৭। চিংড়ী জমির পরিমান : ৮৫১.১৮ হেক্টর।

৮। চিংড়ি ঘের    : ১২১ টি ।

৮। ইউনিয়নের সংখ্যা     :  ০৫টি।

৯।নদ,নদী খাল  :  রেজুখাল, ইনানী খাল, নাফ নদীর কিছু অংশ ।

১০। উপজেলা মান উন্নয়ন     :   ৭ নভেম্বর ১৯৮৩ ইং।

১১। সমাজসেবা অফিসের কার্যক্রম  : ১৯৮৪ সালে শুরু হয়।

 

 

উপজেলা সমাজসেবা কার্যালয় উখিয়া,কক্সবাজার এর কর্মকর্তা / কর্মচারীদের তথ্যাবলী

ক্রমিক

পদের নাম

মঞ্জুরীকৃত পদের সংখ্যা

কর্মরত

শূন্যপদ

মন্তব্য

উপজেলা সমাজসেবা অফিসার 

১টি

১টি

--

 

ফিল্ড সুপারভাইজার

১টি

--

১টি

 

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

১টি

১টি

--

 

ইউনিয়ন সমাজকর্মী

৩টি

২টি

১াট

 

কারিগরী প্রশিক্ষক

২টি

১টি

১টি

 

অফিস সহায়ক

১টি


১টি

 

 নিরাপত্তা প্রহরী

১টি

--

১ টি