Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Don't Share OTP code/ PIN no to others
Details

সমাজসেবা অধিদপ্তরের ভাতাভোগীদের ২০২৩-২৪ অর্থবছরের ৪র্থ কিস্তির পে-রোল প্রেরণ করা হয়েছে। এক শ্রেণির প্রতারক চক্র সমাজসেবা অফিসের কর্মচারী/কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভাতাভোগীর ফোনের ওটিপি কোড/নগদের পিন নম্বর জানার মাধ্যমে ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে।  সমাজসেবা অফিস থেকে ওটিপি কোড/নগদের পিন নম্বর জানার জন্য ফোন দেয়া হয় না । তাই সকল ভাতাভোগীকে প্রতারকের প্রতারণার ফাঁদে পা না দেয়ার অনুরোধ রইলো। 

অনুরোধক্রমে- উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার, উখিয়া, কক্সবাজার।

প্রয়োজনে যোগাযোগ- 01763145222/01608531844 উপজেলা সমাজসেবা অফিসার, উখিয়া, কক্সবাজার।

Attachments
Publish Date
05/05/2024
Archieve Date
30/06/2024